'ধান-নদী-খাল--এই তিনে বরিশাল'। বানারীপাড়া, বরিশাল জেলার একটি অন্যতম উপজেলা। শেরে বাংলা এ কে ফজলুল হক, জ্যোর্তিনয় গুহ ঠাকুরতাসহ, অনেক জ্ঞানী গুনীর জন্মস্থান এই উপজেলায়। কৃষি ও প্রাণী সম্পদের অফুরন্ত সম্ভাবনা আছে এই উপজেলায়। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এই উপজেলার সম্ভাবনাকে কাজে লাগনো সম্ভব হচ্ছেনা। কাজেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটালে এই উপজেলার কৃষি ও প্রাণী সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব হবে এবং ইহা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।