Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

বানারীপাড়ার উপজেলার পটভূমিঃ শের-ই-বাংলার স্মৃতি বিজড়িত বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২২°৫-১৫'এবং এবং ৯০°৪৫' দ্রাঘিমাংশের মধ্যে। বানারীপাড়া উপজেলার মোট আয়তন ১৩৪.৩৪ বর্গ কিঃ মিঃ। এ উপজেলার উত্তরে উজিরপুর উপজেলা, দক্ষিনে-ঝালকাঠী সদর উপজেলা অ নেছারাবাদ, পশ্চিনে- নাজিরপুর উপজেলা, পূর্বে -উজিরপুউপজেলা।

ব্রিটিশ শাসনামলে প্রশাসন বানারীপাড়া থানা গঠিত হয় ১৯১৩ সালে এবং স্বাধীনতার পর ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়।

এ উপজেলার নামকরণ নিয়ে  ভিন্ন মত প্রচলিত আছে। অনেকের মতে একসময় অনেক বানরের বাস ছিল বলে বানর এর সাথে 'ই' প্রত্যয় যোগ হয়ে বানারীপাড়া নাম হয়েছে বলে অনেকে মনে করেন।

  দ্বিতীয়তঃ এখানে এক সময় বনিক সম্প্রদাইয়ের বানিয়াতী ব্যবসা এবং তাদের বসবাব ছিল বলে বানীয়া শব্দ থেকে বানারীপাড়া শব্দটির প্রচলন  হয়েছে বলে শোনা যায়।

    তৃতীয়তঃ "বান" এবং "অরি" শব্দের সমন্বয়ে বানারীপাড়া নামকরণ হয়েছে বলে তথ্য প্রমাণ রয়েছে