নদী মাতৃক বাংলাদেশে ছোট-বড় অনেক নদী রয়েছে। এরমধ্য সন্ধ্যা নদীটি সবচেয়ে বড়। উত্ত্র-দক্ষিণ দিকে প্রবাহমান এ নদীটি বানারীপাড়া উপজেলাকে দ্বিখন্ডিত করেছে। এ উপজেলার ৮টি ইউনিয়নের ৫টি নদীর পশ্চিম পাড়ে এবং ৩টি পূর্ব পাড়ে। এছাড়া নান্দুহার নদী, বিশারকান্দি নদীসহ অসংখ্য নদী ও খাল জালের মত ছড়িয়ে রয়েছে। উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম নদীপথ। একস্থান থেকে অন্যস্থানে মালামাল পরিবহণের ক্ষেত্রে বেশীরভাগ সময়ে নদী পথ ব্যবহার করা হয়। উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত সন্ধ্যা নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এছাড়াও এখানে নানা রকম মাছ পাওয়া যায়, যা দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS